ওয়াশিংটননিউজ , ঢাকা,২৪ মে,বুধবার,২০২৩: আজ ২৪ মে ২০২৩ ইং বুধবার বিকাল ৫ টায় লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় শূ’রা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। দলের সাংগঠনিক কর্মপন্থা নিয়ে আলোচনা করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আল্লামা মুফতী ফয়জুল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়ব হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আবুল কাশেম সাহেব, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান সাহেব, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা ফারুক আহমেদ,মাওলানা শিবলী খান, মুফতী আনিসুর রহমান,
মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা আনসারুল হক ইমরান সাহেব, মাওলানা তাসলিম আহমদ, মাওলানা নুরুজ্জামান, মোঃ মুনির হোসাইন প্রমুখ।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রস্তাব গৃহিত হয়। দলের কাউন্সিল বিষয়ে মতামত ব্যক্ত করা হয়। জেলা সফর করার জন্য সাব কমিটি গঠন করা হয়। দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।