ওয়াশিংটননিউজ , ঢাকা,শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪: পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ওয়েষ্টিন হোটেলে আজ বিকেল চারটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে সাংস্কৃতিক ও অর্থনৈতিক এক যৌথ কর্মশালা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেল ডেমোক্রেটিভ রিপাবলিকান অব নেপালের সহ সভাপতি শ্রী রাম শাহার ইয়াদব।
এতে বাংলাদেশ থেকে অংশ নিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এমপির নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছেন কলকাতায়। প্রতিনিধি দলে রয়েছেন মির্জা আজম এমপি,আলাউদ্দিন নাসিম এমপি,ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া,শেখ ফজলে ফাহিম,আমিনুল হক শামিম সি আই পি,সুজিত রায় নন্দি,দিলীপ কুমার আগারওয়াল,এবং সুমন হালদার।
অন্যদিকে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান সমন্বয়ক শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, নিশীথ প্রামানিক এমপি,সুনীল বানশাল,ডা. সুকান্ত মজুমদার এমপি,প্রফেসর জিসনু বসু,অগ্নি মিত্র পাল,স্বপন মজুমদার, ডা. অয়নজিৎ সেন,দেবতত্ত মাঝি প্রমুখ।