Washington News 24

খাগড়াছড়ির গুইমারায় সার্বজনীন বর্ণাঢ্য বৈ-সা-বি র‍্যালি অনুষ্ঠিত

রিপোটারের নাম
প্রকাশের সময় : Monday, April 10, 2023

ওয়াশিংটননিউজ,  ঢাকা, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় সার্বজনীন বর্ণাঢ্য বৈ-সা-বি র‌্যালি আয়োজন করা হয়েছে। বৈসু, সাংগ্রাই, বিঝু উপলক্ষে এক বর্ণাঢ্য বৈ-সা-বি র‌্যালির আয়োজন করা হয়।

“যা কিছু অসুন্দর, দুঃখ-গ্লানি, অন্যায় অবিচার দূর হয়ে যাক” শ্লোগানে ঐক্য-সংহতি-সম্প্রীতির চেতনায় এবং সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে খাগড়াছড়ির গুইমারায় সার্বজনীন ‘বৈসাবি উদযাপন কমিটি, গুইমারা উপজেলা’ এর উদ্যোগে বৈসু, সাংগ্রাই, বিঝু উপলক্ষে এক বর্ণাঢ্য বৈ-সা-বি র‌্যালির আয়োজন করা হয়।

সোমবার (১০ এপ্রিল) বেলা আড়াইটার সময় গুইমারা উপজেলার রামসু বাজার থেকে বর্ণাঢ্য র‌্যালি শোভা যাত্রা শুরু করা হয়। র‌্যালিটি গুইমারা বাজার মূল সড়ক হয়ে গুইমারা ব্রীজের মাথায় গিয়ে শেষ হয়।

উক্ত র‌্যালিতে গুইমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ছাত্র-যুবক, কিশোর-কিশোরীসহ সকল বয়সের সাড়ে তিন’শ লোক তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশগ্রহণ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ