ওয়াশিংটননিউজ, ঢাকা, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে বুধবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে শেষ দিনে গাজীপুর সিটির আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী মেয়র পদে নৌকা পেতে আওয়ামী লীগের সদর দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে নৌকা চেয়ে যারা দলীয় মনোনয়ন চেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন— গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, সাবেক সহসভাপতি সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল, কাউন্সিলর আবদুল আলীম মোল্লা, আশরাফুজ্জামান সেলিম, রিয়াজ মাহমুদ আয়নাল, আজহারুল ইসলাম, মেজবাহ উদ্দিন সরকার রুবেল, এসএম আশরাফুল আলম, আব্দুল কাদের, হারুন-অর রশিদ ও রুহুল আমিন মণ্ডল।