ওয়াশিংটননিউজ ,আন্তর্জাতিক ডেস্ক,০৬ জুন, মঙ্গলবার,২০২৩: ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) দলত্যাগী নেতৃত্বের একাংশ নতুন রাজনৈতিক সংগঠন গঠন করতে যাচ্ছে। পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পর গত ৯ মে দেশব্যাপী সহিংসতার প্রেক্ষাপটে বহু নেতাকর্মী দলটি ছাড়ার ঘোষণা দেন। এবার তাঁদেরই একাংশ অন্য নামে রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এই রাজনৈতিক দলের নাম হবে ‘ডেমোক্রেটস’।
কিছুদিন ধরে জল্পনা চলছিল, পিটিআইত্যাগী নেতাদের অনেকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কিংবা পাকিস্তান মুসলিম লীগ-কায়দে আজমে (পিএমএল-কিউ) যোগ দিতে পারেন। এ ছাড়া বেশ আগেই পিটিআই ত্যাগ করা প্রভাবশালী নেতা জাহাঙ্গীর তারিনের নেতৃত্বে তাঁদের সংগঠিত হওয়ার জল্পনাও ছিল। কিন্তু এখন দেখা গেল, পিটিআইত্যাগী নেতারা সম্পূর্ণ নতুন রাজনৈতিক সত্তার জন্ম দিতে যাচ্ছেন। ডেমোক্রেটস গ্রুপের নেতৃত্বে থাকছেন সাবেক মন্ত্রী হাশিম দোগার।
সাবেক মন্ত্রী মুরাদ রাস এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরের বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতা এই দলে যোগ দেবেন, যা সব মিলিয়ে ৩৫ জনের মতো। সরকার ও সেনাবাহিনীর প্রকাশ্য-অপ্রকাশ্য চাপের মুখে পিটিআই ত্যাগের হিড়িক এখনো থামেনি। রবিবার পাঞ্জাবের সাবেক আইন প্রণেতা চৌধুরী নাসরুল্লাহ ঘুম্মান এবং আয়েশা ইকবাল পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন।
পিটিআই অভিযোগ করছে, সেনাবাহিনীর চাপে অনেকে দল ছেড়েছেন। জাহাঙ্গীর তারিন দলত্যাগী পিটিআই নেতাকর্মীদের নিজের দিকে টানার চেষ্টা করে আসছেন। ক্ষমতাসীন জোটের অন্তর্ভুক্ত পিপিপি ও পিএমএল-এন পিটিআইত্যাগীদের জন্য দরজা খোলা রাখার ঘোষণা দিয়েছে।
সূত্র : জিওনিউজ