ওয়াশিংটননিউজ,ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪: বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে সম্প্রতি দায়িত্ব নেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
সম্প্রতি তিনি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে সাক্ষাৎ করে তাঁর সাথে মতবিনিময় করেন। তখন তিনি বলেন আমাদের ভাষা,সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি, সমাজ ও ভৌগোলিক অবস্থান সব কিছুর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো শােষকগোষ্ঠী। বাংলার মানুষ বুকের রক্ত দিয়ে এই বিরুদ্ধতাকে পরাজিত করেছে। আর তাই আমরা এই জাতির সাথে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। এসময় প্রধান উপদেষ্টা তাঁর সাথে ঐক্যমত পোষণ করে ঐক্যবদ্ধ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।