July 17, 2025, 11:23 am

বাখমুতে সাবেক মার্কিন সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : Tuesday, May 2, 2023

ওয়াশিংটননিউজ,আন্তর্জাতিক ডেস্ক , মঙ্গলবার, ০২ মে ২০২৩ : ইউক্রেনের বাখমুথে রুশ হামলায় কুপার হ্যারিস এন্ড্রিও (২৬) নামে এক সাবেক মার্কিন নৌসেনা নিহত হয়েছেন।

তার মা ও সহকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে একটি গোলার আঘোতে তার মৃত্যু হয়েছে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের ওহিওর ক্লেভল্যান্ডের বাসিন্দা কুপার হ্যারিস এন্ড্রিওর মা উইলো এন্ড্রিও জানান, তার ছেলে সম্ভবত গত ১৯ এপ্রিল নিহত হয়েছেন।

রুশ সেনাদের ঘিরে রাখা বাখমুত থেকে ইউক্রেণীয় সেনা ও বেসামরিক লোকজনকে সরিয়ে আনার পথে রুশ বাহিনীর হামলায় এ মার্কিন সেনা নিহত হয়েছেন।

বাখমুতে এখন ভয়াবহ লড়াই চলছে। আরও চারটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।

গত বছরের নভেম্বরে হ্যারিস এন্ড্রিও ইউক্রেনে এসে স্বেচ্ছায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশবিরোধী লড়াইয়ে যোগদান করেন।

এ বছরের মার্চে শেষবারের মতো তার পরিবারের সঙ্গে কথা হয়েছে জানান হ্যারিসের মা। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে এক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করলেও তার নাম পরিচয় উল্লেখ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ