ওয়াশিংটননিউজ,ঢাকা, বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪: আজ বৃহস্পতিবার ঢাকায় শহীদ জেনারেল খালেদ মোশাররফ ও মেজর হায়দারসহ শহীদ সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে কবর জিয়ারত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর বনানী সৈনিক কবরস্থানে কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধে ঢাকায় সফল ক্র্যাক প্লাটুনের জীবিত সকলে এক সভায় মিলিত হয়। আলোচনার এক পর্যায়ে মিসেস খালেদ মোশাররফ নবেম্বরে নিহত শহিদদের হত্যাকারীদের বিচারের দাবি জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য মকবুল এলাহী চৌধুরী, হাবিবুল আলম বীর প্রতিক, জিল্লুর রহিম দুলাল, মাসরুর আহমেদ, শামসুল আলম খান রিজভী, খোকা,তাসলিম উদ্দিন, আব্দুস সালাম, খালেদ মোশাররফের স্টাফ অফিসার রাব্বি, সুমন, জহিরুল ইসলাম ও শেখ বাবু প্রমুখ। এসময় ক্র্যাক প্লাটুন সদস্যরা মুক্তিযুদ্ধে ঢাকা আক্রমণের স্মৃতি চারণ করেন। পাশাপাশি মিসেস খালেদ মোশাররফের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।