মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:২৯ অপরাহ্ন

মোটরসাইকেলের চাবি নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

ওয়াশিংটননিউজ , ঢাকা,২৪ মে,বুধবার,২০২৩: মোটরসাইকেলের চাবি নিয়ে বাগবিতণ্ডায় ছুরিকাঘাতে ইকরাম মিয়া (৩০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ার ছাত্রলীগের সাবেক সদস্য রেদোয়ান আনসারি রিমোর বাসায় এ ঘটনা ঘটে। ইকরাম মিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ইকরাম জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। আমরা হত্যাকারীদের বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ইকরাম মিয়া শহরের মুন্সেফপাড়ায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রেদোয়ান আনসারি রিমোর বাসায় আসা যাওয়া ছিল। সন্ধ্যায় তার বাড়িতে মোটরসাইকেলের চাবি নিয়ে রিমোর মামাতো ভাই রায়হানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জেরে রায়হান ইকরামকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রায়হানকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ