ওয়াশিংটননিউজ, আন্তর্জাতিক ডেস্ক, বুধবার,০৬ নভেম্বর ২০২৪: এবার প্রেসিডেন্ট হতে ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনীয় ২৭০ ম্যাজিক ফিগার ছাড়িয়ে বিশাল জয় ট্রাম্পের।
এবার প্রেসিডেন্ট হতে ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটকে ছাড়িয়ে গেলেন তিনি। উইসকনসিনে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। সেই আলাস্কায় পেয়েছেন তিনটি।
এ নিয়ে মোট ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প।এ নিয়ে সকল আলোচনা শেষ করে শেষ পর্যন্ত আমেরিকার ৪৭ তম মহান প্রেসিডেন্ট হিসেবে বেসরকারি ভাবে লিড করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের বিজয়ী ভাষণের পরই সারা বিশ্বের রাষ্ট্র প্রধানগণ অভিনন্দন জানিয়ে নিজ নিজ টুইটার হ্যান্ডেলে টুইট করছেন।