ওয়াশিংটননিউজ ,ঢাকা, রবিবার,০৬ আগষ্ট ২০২৩:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান।
হিরো আলমকে উদ্দেশ্য করে ‘পাগল-ছাগল’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; এমন অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ডিবি কার্যালয়ে যান তিনি।
এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন হিরো আলম।
দুপুর সোয়া ২টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে আদালতে যাবেন বলেও জানিয়েছেন।
হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এই বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।’