ওয়াশিংটননিউজ ,সরাইল( ব্রাহ্মণবাড়িয়া )সংবাদদাতা , বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইনশৃঙ্খলা অনেক ভাল বলে মন্তব্য করেছেন সরাইল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর।তবে তিনি মাদকের বিরুদ্বে অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। আজ উপজেলা আইন শৃঙ্খলার মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: আনোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির,সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান, সরাইল মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মাহবুব খান বাবুল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক , রাজনৈতিক নেতৃবৃন্দ। সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির তাঁর বক্তব্যে সরাইলে নিত্যদিনের যানজট নিরসনে স্থায়ী উদ্যোগ গ্রহণের দাবি জানান তার পাশাপাশি কুট্টাপাড়া মোড়ে অবস্থিত খাঁটিখাতা হাইওয়ে থানার নাম পরিবর্তনের প্রস্তাব করেন।