ওয়াশিংটননিউজ ,ঢাকা, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪: ব্রাহ্মণবাড়িয়া ২ ( সরাইল – আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মঈন উদ্দিন সরাইল এলাকার আপামর লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ সরাইল উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা এড: আব্দুর রাশেদের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা মাহফুজ আলীর সঞ্চালনার বক্তব্য রাখেন সদরের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মেজবাহ উদ্দিন আহমেদ মুছন,সরাইল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক তসলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, তালেব মিয়া,আমজাদ হোসেন, লিয়াকত আলী, দূর্গাচরণ দাস, ছাদেকুর রহমান প্রমুখ।
সভায় বক্তাগণ এলাকার উন্নয়নে সুষম বণ্টনের আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মঈন উদ্দিন মইন সকলকে পাশে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাছাড়া সুখে দু:খে সরাইলের সকলের পাশে থাকবেন বলে জানান।