ওয়াশিংটননিউজ ,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি, বুধবার, ২৫ এপ্রিল ২০২৪: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সর্বধর্ম সমন্বয় মতবাদের প্রবর্তক মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মোৎসব উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
গত বুধবার (২৪ এপ্রিল ) বিকেলে উপজেলার কালিকচ্ছ দয়াময় আনন্দ স্বামীর আশ্রমের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ এর সাবেক সংসদ সদস্য ও সর্বধর্ম ঐক্য ফোরাম ক্রেন্দ্রীয় কমিটি সভাপতি এড. জিয়াউল হক মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব বর্মণ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব শাহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক এডভোকেট মাহাবুবুল আলম খোকন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমদুল কামাল, এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাওছার, ডাঃ স্বরূপ রতন দত্ত, বাবু জগদীশ চন্দ্র সাহা, ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, এডভোকেট মামুন কবির, বাবু অজয় দেব, প্রমুথ নাথ চক্রবর্তী, ডাঃ সুভাষ চন্দ্র মল্লিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, কানু দেবনাথ, আওয়ালীগ নেতা মাহফুজ আলী, মজিবুর রহমান, মোহাম্মাদ আলী, বাবু পরিমল দাস, দূর্গা চরণ দাস প্রমূখ।