ওয়াশিংটননিউজ , ঢাকা, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফয়সাল মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে ফয়সালের পিতা মো. রাকিব বলেন, আমার ছেলে মো. ফয়সাল মিয়া তার মামার বাড়ি কালিকচ্ছ থেকে তার মামাদের ব্যবসা দেখাশোনা করত। গত ১৪ এপ্রিল সন্ধ্যায় কালিকচ্ছ বাজারে সন্ত্রাসীদের শর্টগানের গুলিতে নির্মম ভাবে নিহত হয় সে। আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। একজন জামিনে। বাকি দুইজন আসামি জেলহাজতে আছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।